Khasdobir Youth Action Group ( KYAG )

খাসদবীর ইয়ূথ এ্যাকশন গ্রুপ ( কে.ওয়াই.এ.জি )

সর্বশেষ:

পঠভূমি

সিলেট অঞ্চল পাহাড় জঙ্গল, টিলা, আবাদী অনাবাদী ভূমি হাওর-বাউর ভরা প্রকৃতির অপরূপ লীলাভূমি। এখানে আকাশ ভূ-পৃষ্ঠের সাথে মিশে চিওাকর্ষক বৈচিত্র্যময় প্রকৃতির অপরূপ রূপবৈচিত্র্য সৃষ্টি করেছে। এখানকার মানুষ সহজ সরল। তা’রা সহজ-সরল জীবন যাপন পছন্দ করে। কালের বিবর্তনের সাথে তাল মিলিয়ে চল্তে চল্তে এক সময় জীবনমানের উন্নত ধারা দারিদ্র্য নিপীড়নের চাপে একাংশের মানুষ অবহেলা অনাদরে পিছিয়ে পড়ে সুশিক্ষা ও অক্ষর – জ্ঞানে বঞ্চিত থেকে গেছে।

এখানে অর্থরোজগারের টানে বাংলাদেশের নানা জেলার দারিদ্র্য পীড়িত মানুষ সপরিবারে জীবিকা অর্জনের উদ্দেশ্য নিয়ে আসে। আসে তা’দের কচি কচি সন্তানাদি। মা-বাবারা থাকে জীবিকা অর্জনে ব্যস্ত। কেউ বা রিক্সা চালায়, কেউ ঠেলা গাড়ী, কেউ নির্মাণ শ্রমিক। আবার কেউ বা কারখানা বা ব্যাবসা প্রতিষ্ঠান কর্মচারী।মহিলারা গৃহকর্মী। সম্প্রতি তা’রা নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছে। হোটেল রেস্টুরেন্ট্, চায়ের দোকান, কমিউনিটি সেন্টারেমসলা বাটার ও কাজ করছে। পুরুষেরা হোটেলের বা কমিউনিটি সেন্টারের বাবুর্চি। আবার কেহবা নৈশ প্রহরী, সিকিউরিটি গার্ড এর দায়িত্বে নিয়োজিত। এদের শিশু-পুত্র কন্যাদের দেখার কেউ নেই। যুবতী কন্যারা যত্রতত্র লাঞ্ছিত অবহেলিত, উদীয়মান টিন্- এজারারা বেকার থেকে দিন মান খেলাধূলা সামাজিক অপরাধ, ছিনতাই রাহাজানি, চুরি-ডাকাতি ইত্যাকার অপরাধে জড়িয়ে পড়ে। খুন, হত্যা, গুম ইত্যাদি ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে।বিপুল সংখ্যক তরুন তরুণী নেশায় আসক্ত। শিশুরা পথের কাটা হয়ে পথচারীর চলার পথে বাধার সৃষ্টি করছে। ঝগড়া-ঝাটি মারামারি, অশ্রাব্য ভাষায় গালা-গালি-এসব এদের নিত্য-দিনের সাথী। বেকারের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। যুবকেরা কর্ম-বিমূখ হয়ে পড়ছে। তরুণ-তরুণীরা নৈতিক ভ্রষ্টাচারে লিপ্ত হচ্ছে। যৌন হয়রাণি নিত্য দিনের ঘটনা।

ক্রমি. নংউপজেলানিয়মিতঅনিয়মিতস্বেচ্ছাসেবীসর্বমোটমোট
পুরুষমহিলামোটপুরুষমহিলামোটপুরুষমহিলামোটপুরুষমহিলা
০১সিলেট সদর২৯২০৪৯৩১২০৫১৬৪৪১১০৫