Khasdobir Youth Action Group ( KYAG )

খাসদবীর ইয়ূথ এ্যাকশন গ্রুপ ( কে.ওয়াই.এ.জি )

সর্বশেষ:

মিশন

এলাকার অবহেলিত বৃদ্ধ-যুবা, কিশোর-কিশোরী কর্মহীন, নিরক্ষর, অসহায়, হত-দরিদ্র মানুষের তৃণমূল পর্যায়ে জীবণমান উন্নয়ণে দক্ষ কর্মী ও অভিজ্ঞ তরুণ-তরুণীর কর্মসংস্থানের প্রয়াস নিয়ে ১৯৮৪ইং সনে কে.ওয়াই.এ.জি যাত্রা শুরু করে। দরিদ্র পরিবারের সব শিশু-কিশোর যারা আনুষ্ঠানিক শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষা বঞ্চিত, তাদেরকে সংগ্রহ করে উন্মূক্ত স্থানে বৃক্ষ-ছায়ায় জড়ো করে সহজবোধ্য ভাবে পাঠ দানের ব্যবস্থা করা হলো। এদেরে পড়াবে কে? স্থানীয় অল্প-শিক্ষিত বেকার যুবকেরা এ কার্যক্রমে সংশ্লিষ্ট হল। এক দিকে বেকারের কর্ম সংস্থান, অপরদিকে দারিদ্র্য পীড়িত পরিবারের পথশিশুদের জীবণ গড়ার উদ্যোগ। পরিলক্ষিত হল যে অনেক অল্প শিক্ষিত তরুণী, বিধবা, যারা সহায় সম্বলহীনা তারা মানবেতর জীবন যাপন করছে। তরুণীদের অবিবাহিত জীবণ দুর্বিসহ হয়ে উঠ্ছে। এদেরকে কর্মীর হাতে পরিণত করতে পারলে তাদের জীবণ ব্যবস্থা কিছুটা হলে ও সুখকর হয়ে উঠবে। এ ছাড়া, অহরহঃ নারী নির্যাতন, নারী ও শিশুপাচার, মাদকাসক্তি নৈতিক ভ্রষ্টাচার, বিদ্যালয় সমূহে ছাত্র/ছাত্রীদের বেত্রদন্ড, দৈহিক ও মানসিক নিপীড়ন, যৌতুক, বাল্য-বিবাহ, অবৈধ মানব পাচার, অন্ন-বস্ত্র, আপদকালীন ত্রাণ ব্যবস্থাপনা, স্বাস্থ্য সুরক্ষা তথা চিকিৎসা, স্বাস্থ্য সম্মত পায়খানার ব্যাবহার, পরিস্কার পরিচ্ছন্নতা, পরিবেশ সুরক্ষা ইত্যাদি ব্যাপারে উদাসীন মানুষকে অবহিত ও সচেতন করে তোলার প্রয়াসে এ সংগঠনের প্রতিষ্ঠা। বনাঞ্চল ও পাহাড় জঙ্গল নির্বিচারে উজাড় করার কারণে বিশ্ব উষ্ণায়নে দ্রুত গ্রীণ হাউস ইফেক্ট (Green House Effect) এর প্রভাবে, বায়ূ, পানি ও পরিবেশ দূষণে বিশ্ব ধবংসের দিকে এগিয়ে যাচ্ছে। এ ছাড়া আর্সেনিক বিষ মানুষের জীবণকে বিষিয়ে তুলছে। এসিন্ড বৃষ্টি সৃষ্টি বৈশিষ্ট্যে ব্যাপক ক্ষতি সাধন করছে। মানব জাতি এসব প্রাকৃতিক বিপর্যয়ের শিকার। অতিবৃষ্টি, খরা, বন্যা ভূমিধবস, সুনামি, ভূমিকম্প, ঘুর্ণীঝড় এসব থেকে বেঁচে থাকার কলা-কৌশল সম্পর্কে  অবহিত করণের উদ্দেশ্য নিয়ে সংস্থার যাত্রা শুরু।