Khasdobir Youth Action Group ( KYAG )

খাসদবীর ইয়ূথ এ্যাকশন গ্রুপ ( কে.ওয়াই.এ.জি )

সর্বশেষ:

লক্ষ্য ও উদ্দেশ্য

(ক) সংস্থার পটভূমির আলোকে ইহার মিশন ও ভিশন বাস্তবায়নের জন্য কার্যপত্র তৈরী করে প্রয়োজনীয় সংখ্যক কর্মী নিয়োগ করে বেকার যুবক-যুবতীদের আত্মকর্ম সংস্থানের পথ সুগম করা।

(খ) বেকারদের কর্মীর হাত হিসেবে গড়ে তোলা।

(গ) বিদ্যমান ক্ষতিকর সমস্যাবলী চিহ্নিত করে তা’ প্রতিহত ও প্রতিরোধ করা।

(ঘ) প্রাক-প্রাথমিক শিশু শিক্ষা উন্নয়ন।

(ঙ) আনুষ্ঠানিক শিশু-শিক্ষা, নিমœমাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রমে সহায়তা প্রদান।

(চ) নারী শিক্ষার উন্নয়ণ সাধন। নারীর ক্ষমতায়ন।

(ছ) নারী, শিশু ও বৃদ্ধ মানুষের নিরাপওা নিশ্চিত করণ।

(জ) নিরাপদ পানীয় সহ সকল প্রকার স্বাস্থ্যসেবা।

(ঝ) আপৎকালীন ত্রাণ ব্যাবস্থা গ্রহণ ও বাস্তবায়ন।

(ঞ) পেশাভিওিক প্রশিক্ষণ দিয়ে বেকারদের কর্মসংস্থানের পথ প্রশন্ত করণ।

(ট) কর্ম প্রকল্প বাস্তবায়নের জন্য তহবিল গঠন সংগ্রহ এবং উপযুক্ত ক্ষেত্রে যাচাই-বাছাই করে সংগৃহীত তহবিল ব্যয় করা।

প্রতিষ্ঠানের র্দীঘ মেয়াদী উদ্দেশ্য সমূহ :-

(ক) প্রাক-প্রাথমিক শিক্ষা – অনূর্ধ ছয় শিশুদের বিদ্যালয়মূখী করার চেষ্টা অব্যাহত থাকবে।অব্যাহত ভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নারী ও শিশুদের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন।

(খ) নারী শিক্ষার প্রসার।

(গ) লিঙ্গ বৈষম্য দূরীকরণ।

(ঘ) পোষাক তৈরী শিল্প কারখানায় বেকারদের কর্মসংস্থান করা।